মাস খানেক আগের কথা। কিরগিজস্তানে বসেছিল অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর্ব। সেই টুর্নামেন্ট খেলতে নামার আগে এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ পোগাত। তাঁর অভিযোগ ছিল ফেডারেশন কর্তা ব্রিজভূষণ সিং এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। ভিনেশের অভিযোগ ছিল, অলিম্পিকে তাঁকে খেলতে দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
কিরগিজস্তান থেকে প্যারিস। সেই ষড়যন্ত্র কি বাস্তবে পরিণত হল ? অলিম্পিক থেকে ভিনেশের বাতিল হওয়ার ঘটনার পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, গেমসের নিয়ম বলছে, পদক যখন নিশ্চিত হয়, তখন কোনও কুস্তিগীরের ওজনের হেরফের হলে সার্পোট স্টার্ফ চাইলে ওজন মাপার আগে তাঁকে আহত বলে ঘোষণা করতে পারেন। তাতে পদক নিশ্চিত থাকে। প্রশ্ন এখানে ওজন বাড়ার পরেও ভিনেশকে কেন আহত বলে ঘোষণা করা হল না ? তাহলে কী করলেন সাপোর্ট স্টার্ফরা ?
ফাইনাল খেলতে নামার আগে ঠিক কত বেড়েছে ভিনেশের ওজন ? প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ১০০ গ্রাম। কিন্তু পরের একটি সূত্রে দাবি করা হয়, প্রায় দু কেজি ওজনের হেরফের হয়েছিল। যা কমাতে এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন ভিনেশ। চিকিৎসকদের দাবি, সারারাত কসরতের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগীর। তার জেরেই তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।