পাঞ্জাবের (Punjab) জলন্ধরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কবাডি প্লেয়ারের (Kabaddi Player)। সন্দীপ নাঙ্গল (Sandip Nangal) নামে বছর ৪০-এর ওই প্লেয়ার আন্তর্জাতিক স্তরে কবাডি খেলতেন। জলন্ধরের শাহকোটে মালিয়ান কালান নামে এক গ্রামে কবাডি খেলার আমন্ত্রণ পান তিনি। সোমবার সন্ধ্যা নাগাদ তাঁর ওপর হামলা চালায় তিন-চারজন দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নাকোদরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কবাডি প্লেয়ারকে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে জলন্ধর গ্রামীণের পুলিশ।
কবাডি প্লেয়ারকে গুলিচালনার ঘটনায় ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ (DSP) লখবিন্দর সিং জানান, ইংল্যান্ডে পরিবারের সঙ্গে স্থায়ী বাস সন্দীপের। তবে মাঝেমাঝেই জলন্ধরের বিভিন্ন গ্রামে কবাডি টুর্নামেন্টের আয়োজন করতেন তিনি। শাহকোটে খেলার আমন্ত্রণ পান সন্দীপ। এবার সেখানেই তাঁর ওপর হামলা হয়। কারা তাঁর ওপর এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: মেলবোর্নে নিয়ে আসা হল শেন ওয়ার্নের মরদেহ, শেষকৃত্য ৩০ মার্চ
পুলিশ সূত্রে খবর, এবার শাহকোটে সন্দীপের ওপর চারজন হামলা করে। পুলিশের অনুমান, তাঁর শরীরে ৮-১০টি বুলেট ঢুকেছে। ঘটনাস্থল থেকে ১০টি বুলেটের ফাঁকা শেল পাওয়া গিয়েছে।