এশিয়ান গেমসে ফের কুস্তিতে পদক। এবার ব্রোঞ্জ জিতলেন কিরণ বিষ্ণোই। ৭৬ কেজি বিভাগে নেমেছিলেন কিরণ। মঙ্গোলিয়ান প্রতিপক্ষকে ৬-৩ স্কোরে হারালেন কিরণ। ছেলেদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় আমান শেহরাওয়াতের।
শুক্রবার এশিয়ান গেমসে কুস্তিতে এই নিয়ে ৫ নম্বর পদক জয় ভারতের। ৭৬ কেজি ফ্রি-স্টাইল বিভাগে নামেন কিরণ। এর আগে ব্রোঞ্জ জিতেছেন সোনম মালিক। ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন আমান। চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে জেতেন তিনি। এই নিয়ে ৯৩টি পদক জয় ভারতের।
আরও পড়ুন: এশিয়ান গেমসে কুস্তির ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন সোনম মালিক