Paris Olympics 2024: দেশে ফিরলে মনুকে আলুর পরোটা খাওয়াতে চান মা সুমেধা, দেশবাসী ধন্যবাদ বাবা রামকিষাণের

Updated : Jul 30, 2024 15:57
|
Editorji News Desk

প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। ১২৪ বছর পর একই অলিম্পিক তাঁকে দুটি ব্রোঞ্জ পদক এনে দিল। এয়ার পিস্তল ইভেন্টে গর্বিত করলেন দেশকে। হরিয়ানার ঝাঝরের মতো ছোট্ট এলাকা থেকে উঠে এসেছেন মনু ভাকের। বয়স মাত্র ২২। আর এই ২২ বছরে দেশের একমাত্র অ্যাথলিট হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জয়। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ। মঙ্গলবার মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ। সঙ্গী সরবজ্যোত সিং। দেশে ফিরলে মেয়েকে পছন্দের আলুর পরোটা খাওয়াতে চান তাঁর মা সুমেধা। 

টোকিও অলিম্পিকে ব্যর্থতার পর কোচ যশপাল রানার উপরই ভরসা রেখেছিলেন মনু। এরপর অনেকটা সময় পেরিয়েছে। এবার প্যারিস অলিম্পিকে সাফল্যের পর মনু মা ধন্যবাদ জানিয়েছেন তাঁর শৈশবের কোচকেই। তবে দেশে ফিরলে মেয়েকে নিজের হাতে তৈরি আলুর পরোটা খাওয়াতে চান তিনি। সব ধরনের খাওয়া খেতেই ভালবাসেন। দেশে ফিরলে এয়ারপোর্টে যাওয়ার সময়ই পছন্দের আলুর পরোটা বানিয়ে নিয়ে যেতে চান তাঁর মা সুমেধা মাকের। 

আর ইতিহাস তৈরির দিন মনু ভাকেরের বাবা রামকিষাণ ভাকের দেশবাসীকে ধন্যবাদ জানালেন। সোনা জয়ের ম্যাচে হার। কিছুটা আক্ষেপ হয়েছিল। তবে এই সাফল্যের নেপথ্যে তাঁর মা সুমেধারই পরিশ্রম অনেক বেশি। জানালেন বাবা রামকিষাণ ভাকের। 

সাফল্যের পরই দুই অ্যাথলিটকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "দুই অ্যাথলিট উৎকৃষ্টতার পরিচয় দিয়েছেন। মনু ভাকের ও সরবজ্যোত সিংকে ধন্যবাদ। মনুর জন্য এটি দ্বিতীয় পদক। ওর মেধা ও কাজের প্রতি শ্রদ্ধা দেশকে আরও এগিয়ে নিয়ে গেল।"

Manu Bhaker

Recommended For You

editorji | খেলা

ISL Derby 2025 : গুয়াহাটিতেই সিলমোহর, ISL-এর ফিরতি ডার্বি বানালির ডেরায়

editorji | খেলা

BGT 2025 : প্রাপ্তি একটা নীতীশ, দুঃস্বপ্নে বিরাট-রোহিতদের ডাউন আন্ডার

editorji | খেলা

India vs Australia: ভারতের ব্যাটিং নিয়ে খুশি নন সৌরভ, বিরাট-গম্ভীরকে নিয়ে কী বললেন!

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?