প্যারিস অলিম্পিক্সে ইতিমধ্যেই তিনটি পদক জিতেছে ভারত। তবে, পদক জয়ের হিসেবে সামনের সারিতে এখনও পৌঁছতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। সপ্তম দিনেও কোনও পদক আসেনি ভারতের ঝুলিতে। কিন্তু পদক না পেলেও একের পর এক নতুন রেকর্ড গড়েছেন ভারতের অ্যাথলিটরা।
কী কী রেকর্ড দেখে নেওয়া যাক এক নজরে
ভারতের সর্বকালের সেরা অ্যাথলিটদের তালিকায় নাম লিখিয়েছেন মনু ভাকের। ইতিমধ্যেই তিনি ১০ মিটার এয়ার পিস্তলে দু'বার ব্রোঞ্জ পদক জয় করেছেন। এবার তৃতীয় পদকের আশায় ২৫ মিটার এয়ার পিস্তল ফাইনালে নামবেন মনু ভাকের। যা ভারতীয় অ্যাথলিট হিসেবে নজির।
দ্বিতীয় রেকর্ডটি গড়েছেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে ফাইনালের দিকে একধাপ এগিয়ে গিয়ে এক নয়া নজির গড়েছেন তিনি।
তৃতীয় রেকর্ডটি হকিতে। ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে পুল 'বি'-তে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। ১৯৭২ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে নয়া নজির তৈরি করেছে ভারতীয় হকি দল।
অলিম্পিক্সের মিক্সড টিম ইভেন্টে ভারত চতুর্থ হয়ে এই রেকর্ডটি গড়েছে ভারত। এই ইভেন্টে পদক না পেলেও শুক্রবার ধীরাজ বোম্মাদেবরা এবং অঙ্কিতা ভকত সেমিফাইনালে পৌঁছেছেন। যা রেকর্ড। কারণ অলিম্পিক্সে এর আগে কোনও ভারতীয় পদকের এত কাছাকাছি আসেননি।
শুক্রবারের শেষে প্যারিস অলিম্পিক্সের পদক তালিকায় ৪৭ নম্বরে আছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট তিনটি পদক এসেছে। তিনটিই ব্রোঞ্জ।