স্বাধীনতার পর ভারতীয় হিসেবে অলিম্পিকে দুটি পদক জয়ের রেকর্ড গড়লেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন এই জুটি। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক জয় ভারতের। দক্ষিণ কোরিয়ান জুটিকে হারালেন সরবজ্যোত সিং ও মনু ভাকের। ১৯০০ সালে অলিম্পিকে ভারতীয় হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জিতেছিলেন নরম্যান প্রিচার্ড। ১২৪ বছর পর সেই প্রিচার্ডের রেকর্ড ভাঙলেন মনু ভাকের।
গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। মঙ্গলবার দলগত বিভাগে সরবজ্যোত সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। সোমবার মিক্সড ইভেন্টে অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে হারতে হয় তাঁদের।