এশিয়ান গেমসে দলগত বিভাগে প্রথম শুটিংয়ে রুপো জিতেছেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। এই প্রথম জয়ের পর মুখ খুললেন মেহুলি ঘোষ। জানালেন, চাপকে ইতিবাচক ভাবে নিয়েই জয় এসেছে।
বৃহস্পতিবার বঙ্গকন্যা মেহুলি বলেন, "এশিয়ান গেমসে শুটিংয়ের দলগত বিভাগে প্রথম পদক দেশের। তাই খুবই ভাল লাগছে।" চাপ ছিল, জানালেন মেহুলি। বললেন, "এমন কোনও অ্যাথলেট নেই, যার চাপ থাকে না। চাপ এলে তা ইতিবাচক ভাবে নেওয়া উচিত। আমিও তাই করেছি।"
আরও পড়ুন: পুষ্প বৃষ্টি, বাজল ঢাক ঢোল, বাড়ি ফিরলেন 'সোনা'-র মেয়ে, রিচাকে স্বাগত শিলিগুড়ির
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকেও ধন্যবাদ জানান মেহুলি। জানান, এমন স্বাগত জানালে, তা প্রেরণা দেয়। ক্রীড়ামন্ত্রীকে এমন স্বাগত জানানোর জন্য মন থেকে ধন্যবাদ।