ইতিহাস রচনা করলেন বাংলার নামী শুটার মেহুলি ঘোষ। আজারবাইজানে বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ফলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
প্রতিযোগিতায় সোনা জিতেছেন চিনের হান জিয়ায়ু। এবং রুপো জিতেছেন চিনেরই ওয়াং ঝিলিং। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন বৈদ্যবাটির মেহুলি।
কোয়াটারফাইনালে সবার উপরে শেষ করেছিলেন মেহুলি। তাঁর প্রাপ্ত পয়েন্ট ছিল ৬৩৪.৫। এবং ফাইনাল রাউন্ডে তাঁর দখলে আসে ২২৯.৮ পয়েন্ট। চতুর্থ স্থানেও রয়েছে আরও এক বাঙালি। তাঁর নাম ১৫ বছর বয়সী তিলোত্তমা সেন।