আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি। সেই কারণে অভব্য আচরণ করেছিলেন সুইডেনের টেনিস খেলোয়াড় মিকেল ইমার। যার জেরে ৩৭,৩৭০ ইউরো জরিমানা করা হল এই টেনিস তারকাকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার টাকা।
কী করেছিলেন ইমার?
ঘটনাটি ঘটে ফরাসি ওপেন শুরুর আগের সপ্তাহে লিঁয় ওপেনে। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি মিকেলের। সেই কারণে আম্পায়ারের চেয়ারে র্যাকেট আছড়ে ভেঙে ফেলেছিলেন সুইডেনের টেনিস খেলোয়াড় মিকেল ইমার। র্যাকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল আম্পায়ারের চেয়ার।
আরও পড়ুন - দল ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী বললেন CR7
এই ঘটনার জেরে ফরাসি ওপেন শুরুর এক সপ্তাহ আগেই ইমারকে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ঘটনার পর মিকেল ক্ষমা চেয়ে নেন। এরপর তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়। এরপর লিঁয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পুরস্কার মূল্য ৯,৯৮০ ইউরো বা ৮ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। কেড়ে নেওয়া হয়েছিল ২০ র্যাঙ্কিং পয়েন্টও। কিন্তু তাতেও শাস্তি শেষ হয়নি। ফের জরিমানা করা হল তাঁকে।