জমি সংক্রান্ত ঘটনায় ভারতীয় অলিম্পিক সংস্থা সভাপতি ও অলিম্পিয়ান পিটি উষাকে হেনস্থা করার অভিযোগ। কেরলেন এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে নালিশ জানালেন উষা। তাঁর অভিযোগ, তাঁর অ্যাকাডেমির জমি জোর করে কেড়ে নেওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এমনকী, জবরদখল করে ওই জমির উপর নির্মাণ কাজ করার চেষ্টা করা হচ্ছে। ২০০২ সাল থেকে কেরলের বালুসেরিতে এই অ্যাকাডেমি চালাছেন উষা। এই অ্যাকাডেমি থেকেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন একাধিক অ্যাথলিট।
উষার দাবি, তিনি রাজ্যসভার মনোনীত সদস্য হওয়ার পর থেকেই দুষ্কৃতীদের দাপট বেড়েছে। শনিবার দিল্লিতে উষা জানিয়েছেন, তাঁর অ্যাকাডেমির জমি দখল করে কিছু লোক তাতে নির্মাণের কাজ শুরু করতে চেয়েছিলেন। অ্যাকাডেমির নিরাপত্তারক্ষীরা তাদের বাঁধাও দিয়েছিল। এই ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।
এই ব্যাপারে স্থানীয় পাঙ্গানদ পঞ্চায়েতেও অভিযোগ জানানো হয়েছে। কারণ, স্থানীয়রা তাঁর মাঠের উপর এসে জঞ্জাল ফেলে যান। নিকাশি নালা আটকে দেওয়ার চেষ্টা করেন। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েই এবার সরাসরি কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে নালিশ জানিয়েছেন অলিম্পিয়ান পিটি উষা।