বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবছর অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি। বাংলার ক্রিকেটারকে ওই পুরস্কার দেওয়ার আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শামি ছাড়াও টেবিল টেনিসে বাঙালি খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্টিয়ানে অনুশ আগরওয়াল পাবেন অর্জুন পুরস্কার। এর পাশাপাশি ধ্যানচাঁদ খেলরত্ন পাবেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
এবারের বিশ্বকাপে মোট ২৪টি উইকেট নিজের সংগ্রহে রাখেন মহম্মদ শামি। সূত্রের খবর তাঁর নাম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব পাঠায় বোর্ড। সেইমতো তাঁকে ওই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবছর ধ্যনচাঁদ পুরস্কার দেওয়া হচ্ছে চিরাগ এবং সাত্ত্বিককে। এছাড়াও অর্জুন পুরস্কার পাচ্ছেন মোট ২৬ জন।