সোমবার থেকে শুরু হয়ে গেল অস্ট্রেলিয়া ওপেন (Australia Open)। প্রথম দিনই জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। মার্কিনি প্লেয়ার মার্কোস গিরনকে স্ট্রেট সেটে হারালেন তিনি। খেলার ফল ৬-১, ৬-৪, ৬-২।
অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম সেটেই ৬-১ ব্যবধানে এগিয়ে যান নাদাল। দ্বিতীয় সেটে সামান্য লড়াই করেন মার্কোস গিরন। কিন্তু দ্বিতীয় সেটও নাদালের পক্ষেই যায়। তৃতীয় সেটেও সহজেই ম্যাচ জিতে নেয় নাদাল।
আরও পড়ুন: ইন্ডিয়া ওপেনে সোনা জয় ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের
জকোভিচ নেই। নেই রজার ফেডেরারও। তাই এবার অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের সামনে অনেক বড় সুযোগ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে প্রথম প্লেয়ার হিসেবে ২১তম গ্র্যান্ডস্লাম জিতবেন তিনি।