নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। স্টকহোমে ডায়মন্ড লিগে (Diamond League) কেরিয়ারের সেরা পারফরম্যান্স করলেন তিনি। কিন্তু সোনা জেতা হল না নীরজের। কিন্তু প্রথম পদক হিসেবে জিতলেন রুপো। ৯০ মিটার জ্যাভলিন থ্রো-তে ৬ মিটারের জন্য লক্ষ্যে পৌছঁতে পারলেন না তিনি।
চার বছর পর স্টকহোমের ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। তবে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। ডায়মন্ড লিগে তাঁর স্কোর ছিল ৮৯.৯৪ মিটার। এর আগে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৮৯.৩০ মিটার।
আরও পড়ুন: ইংল্যান্ডে T20 সিরিজে ফিরছেন অধিনায়ক রোহিত, ওয়ানডে টিমে সুযোগ আর্শদীপের
কুওর্তন গেমসে নীরজের স্কোর ছিল ৮৬.৬০ মিটার। কঠিন টুর্নামেন্ট হিসেবে সেই স্কোরেই সোনা জিতে নেন নীরজ। কিন্তু এই বছরে স্টকহোমও বেশ কঠিন টুর্নামেন্ট ছিল। অলিম্পিকের সব পদকজয়ীরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ৯০.৩১ মিটার স্কোর করে ডায়মন্ড লিগে সোনা জিতেছেন অ্য়ান্ডারসন পিটার্স।