জ্যাভলিন থ্রো-তে ৯০ মিটারের রেকর্ড ভাঙতে চান। পাকিস্তানের আরশাদ নাদিমের বিরুদ্ধে এশিয়ান গেমসের ম্যাচে নামার আগে এমনই জানালেন নীরজ চোপড়া।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৯০ মিটারের মিথ নিয়ে নীরজ বলেন, "আমি খুব কাছাকাছি আছি। এবার নিজে ওই রেকর্ড ভাঙতে চাই। তবে যখন হবে, তখন হবে। আমার কোনও তাড়া নেই। ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে খুশি।"
আরও পড়ুন: ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা ! বাবা হতে চলেছেন বিরাট কোহলি
নীরজ চোপড়া জানান, তাঁর ধারাবাহিকতা ভাল ট্রেনিংয়ের ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, "টেকনিক নিয়ে কাজ করছি। যার ফলে উন্নতি হচ্ছে। দুটি ন্যাশনাল রেকর্ড হয়েছে। ভাল। আরও উন্নতি করেছি। মাঝে চোট পেয়েছিলাম। তা কাটিয়ে উঠেছি। তাতেই খুশি।"