এবার বিশেষ সম্মান পেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) তাঁর জ্যাভলিন (Javelin)_ রাখা হয়েছে লুসানের বিশেষ অলিম্পিক মিউজিয়ামে। দেশের হয়ে প্রথম কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে সোনা জেতেন তিনি। এবার তাঁর জ্যাভলিন রাখা হবে লুসানের মিউজিয়ামে (Olympics Museum)। যা প্রেরণা দেবে দেশের অ্যাথলিটদের।
অলিম্পিকের সরকারি ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে নীরজ জানান, লুসানের অলিম্পিক স্টেডিয়ামে অভিনব বিন্দিরার রাইফেলও রাখা আছে। যা তাঁকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। নীরজ বলেন, "আশা করব, আমার জ্যাভলিনও আশা করি আগামী প্রজন্মকে একই ভাবে উদ্ধুব্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের।"
আরও পড়ুন :ভারত-পাকিস্তান ম্যাচের কয়েকঘণ্টা বাকি, টিমের সঙ্গে যোগ দিলেন কোচ রাহুল দ্রাবিড়
নীরজ চোপড়ার জ্যাভলিন লুসানের অলিম্পিক মিউজিয়ামে রাখা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট অভিনব বিন্দ্রা। তিনি জানান, এতদিনে কোনও ভারতীয় সঙ্গী পেয়ে একাকীত্ব কাটল তাঁর রাইফেলের। এখনও পর্যন্ত ৯০ হাজার শিল্পকর্ম, সাড়ে ৬ লক্ষ ছবি ও ৪৫ হাজার ঘণ্টার ভিডিয়ো রাখা আছে অলিম্পিক মিউজিয়ামে। যা গত ১২০ বছরের অমূল্য সম্পদ।