১৫ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ (World Athlete Championship)। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এবার বিশ্ব অ্য়াথলিট চ্যাম্পিয়নশিপে কোনও অ্যাথলিটই চাপ থেকে মুক্ত নন, তা জানালেন নীরজ চোপড়া।
টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে নীরজ চোপড়া জানান, কিছু অ্যাথলিট সরাসরি স্বীকার করে নিয়েছেন, যে এবার চাপে আছেন তাঁরা। আবার কিছু অ্যাথলিট নিজেদের মুখ সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন। নীরজ বলেন, "আমি কখনই বলিনি, টুর্নামেন্টের চাপ নেই। তবে বড় মঞ্চে পারফর্ম করতে কোনও চাপ অনুভব করি না। তবে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের মতো মঞ্চে চাপ থাকাটাই স্বাভাবিক।" তবে নীরজের মতে, ভাবনার স্বচ্ছতা ও শান্ত থাকা প্রয়োজন।
আরও পড়ুন: বুমরার পর বিধ্বংসী অধিনায়ক রোহিতও, ১০ উইকেটে প্রথম ওয়ানডে ম্যাচে জয় ভারতের
তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে নীরজ চোপড়া বলেন, চাপ মুক্ত মানসিকতা নিয়ে খেলতে হবে। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ২১ জুলাই থেকে জ্যাভলিন থ্রো ইভেন্টের কোয়ালিফাই রাউন্ড শুরু হচ্ছে। মূল পর্বের খেলা ২৩ জুলাই।