ভিসা ক্যানসেল (Visa Cancel) নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে (Legal Battle) হার। দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। যাওয়ার আগে ধন্যবাদ জানালেন অনুরাগী, বন্ধু ও পরিবারকে।
৬ জানুয়ারি অস্ট্রেলিয়া আসেন জকোভিচ। তারপরই তাঁর ভিসা নিয়ে বিবাদ শুরু হয়। এদিন জোকোভিচের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়, "আমি অত্যন্ত হতাশ। আমার আবেদন আদালত নাকচ করে দিয়েছে। যার অর্থ, আমি অস্ট্রেলিয়ায় আর থাকতে পারব না। অস্ট্রেলিয়ান ওপেনেও অংশ নিতে পারব না।" এই নির্দেশকে সম্মানও জানিয়েছেন তিনি। জোকোভিচ জানান, তিনি কর্তৃপক্ষের এই নির্দেশ মেনে অস্ট্রেলিয়া ছেড়ে চলে যাবেন।
অস্ট্রেলিয়া ছাড়ার আগে তাঁর অনুরাগী, বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানান জোকার। তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে সব নজর তার দিকে থাকায় তিনি অস্বস্তিতে ছিলেন। এবার টুর্নামেন্টের দিকে সবাই নজর দিতে পারবে।
আদালতে হার, ভিসা বাতিল জোকোভিচের, অস্ট্রেলিয়া থেকে দেশে পাঠানো হচ্ছে বিশ্বসেরাকে
২০বার গ্র্যান্ডস্লাম জয়ী (20th Grand Slam Winner) নোভাক জকোভিচ গত একমাস ধরে বারবার চর্চায় আসেন। অবশেষে অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।