অলিম্পিকের মঞ্চে টেনিসের বিশ্বযুদ্ধ। রোল্যা গাঁরোতে এবার ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। এই মুহূর্তে টেনিস বিশ্বের অন্যতম সেরা দুই টেনিস তারকা পরষ্পরের মুখোমুখি হতে চলেছেন। তাই প্যারিসে উত্তাপ বাড়ছে।
এত বছরের কেরিয়ারে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে কখনও নামেননি নোভাক। ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন। কিন্তু অলিম্পিকে সোনা জয়, হয়নি কখনও। এই প্রথম সেই লক্ষ্যে নামছেন, আর ফোকাস ধরে রাখতে চাইছেন জোকার। গত ম্যাচে লরেঞ্জো মুসেতিকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকার। এবার সোনা ছাড়া অন্য কিছু ভাবছেন না। এদিকে জীবনের প্রথম অলিম্পিক ম্যাচ খেলতে নামছেন আলকারাজ। নাদালের যোগ্য উত্তরসূরি ও শিষ্য। তাই জোকারকে এক ইঞ্চি মাটি ছাড়বেন না তিনিও। এই ম্যাচ ঘিরে তাই অন্য উন্মাদনা তৈরি হয়েছে।
মাঠের বাইরে বাগযুদ্ধ ও মনোস্তাত্ত্বিক লড়াইও শুরু হয়ে গিয়েছে। ফাইনালে আলকারাজের বিরুদ্ধে নামতে হবে। তার আগে মুখ খুলেছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, ২১ বছরে এই তারকা এখন বিশ্বের সেরা। তাই অলিম্পিকের ফাইনালে তিনি ফেভারিট নন। তবে আলকারাজকে হুঙ্কারও দিয়ে রেখেছেন। উইম্বলডন ফাইনালে জোকোভিচকে হারিয়েই ট্রফি জিতেছিলেন আলকারাজ। তাই জোকার জানিয়েছেন, উইম্বলডন ফাইনালের থেকে এবার তিনি একটু বেশি আত্মবিশ্বাসী। রবিবার শেষ হাসি কে হাসবেন, তার দিকে তাকিয়েই টেনিস দুনিয়া।