আজ অস্ট্রেলিয়া দিবস। সেই দিনেই অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বড় অঘটন। জনিক সিনারের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ। পুরুষদের প্রথম সেমিফাইনালে এই অঘটন অবাক করেছে টেনিস বিশ্বকে।
১০ বারে অস্ট্রেলীয় ওপেন জয়ী এদিন খেলতে নেমেছিলেন ১৪ বছরের ছোট সিনারের বিরুদ্ধে। প্রথম থেকেই পিছিয়ে ছিলেন জোকার। ম্যাচের ফল ৬-১,৬-২,৭-৬,৬-৩। এই ফলেই স্পষ্ট ম্যাচের মধ্যেই ছিলেন না ৩৬ বছরের জকোভিচ।
এই বছর টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসাবেই নেমেছিলেন বিশ্বের এক নম্বর জকোভিচ। এই নিয়ে আন্তর্জাতিক সার্টিকে জোকারকে চার বার হারালেন সিনার। দ্বিতীয় সেট থেকেই মনে হচ্ছিল, দিনটা জোকারের নয়। আর সেটাই প্রমাণিত হল।