৩৬ বছর বয়স। ২৪টি গ্র্যান্ডস্লাম ইতিমধ্যে জিতে ফেলেছেন। এবারও দাপটের সঙ্গে খেলছেন মেজর ওপেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে অবসর নিয়ে অকপট জোকার।
জোকোভিচ জানান, গতবছর অবসর নিয়ে অনেক ভেবেছেন তিনি। এখনও টেনিস বিশ্বে এক নম্বরে আছেন। তাই এখনই এই পরিস্থিতি থেকে অবসর নিতে চান না। যেমন চলছে, তেমনই চালিয়ে যেতে চান বলে মন জোকোভিচের। তিনি বলেন, "যখন আমার মনে হয় এই সর্বোচ্চ পর্যায়ে খেলা আর সম্ভব নয়, গ্র্যান্ডস্লাম খেতাবের জন্য আর যোগ্য নই, তখন অবসরের জন্য ভাবব।"
জোকোভিচ জানান, এখন আর সেই বয়স নেই। পরিবার আছে। অনেক কিছু ব্যক্তিগত জীবনে হয়। যেটা উপভোগও করেন সেই সব মুহূর্ত। তাঁর মতে, "টেনিসের জন্য অনেক মনোসংযোগ, পরিশ্রম, এনার্জি লাগে। এখনও যে পর্যায় আছি, সেটাই অনেক। দেখা যাক কতদূর নিয়ে যায় আমাকে।"