শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। চলতি অলিম্পিক্সে অংশ নেওয়া ১০ হাজারেরও ক্রীড়াবিদদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে অলিম্পিক্স আয়োজক কর্তৃপক্ষের তরফে।
ইতিমধ্যেই অলিম্পিক্স ভিলেজের বিভিন্ন ঝলক ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একটি ছবিতে দেখা যাচ্ছে, অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের জন্য ভিলেজের প্রত্যেকটি ঘরে রাখা রয়েছে কন্ডোম। আর সেই প্যাকেটের গায়ে রয়েছে বিশেষ বার্তা।
ছবিতে একটি পিঙ্ক রঙা প্যাকেট দেখা যাচ্ছে যেটির গায়ে রয়েছে একটি বার্তা। কী এই বার্তা ? ঐ গোলাপি প্যাকেটের গায়ে লেখা রয়েছে, 'ভালবাসার এই মাঠে সঠিক ভাবে খেলুন। এবং অবশ্যই অনুমতি নিন।'
অপর একটি নীল রঙা প্যাকেটে প্যাকেটে অলিম্পিক্স ম্যাসকটের ছবি আঁকা। সঙ্গে লেখা হয়েছে, 'জেতার আনন্দের চেয়ে বেশি কিছু ভাগ করতে যাবেন না। নিজেকে এবং সঙ্গীকে যৌনরোগ থেকে রক্ষা করুন।'
বিশেষ বার্তা সহ এই কন্ডোমের প্যাকেটের ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। কন্ডোম ছাড়াও ঘনিষ্ঠতা সম্পর্কিত একাধিক পণ্য দেওয়া হয়েছে অ্যাথলিটদের। মোট ২০ হাজার কন্ডোমের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।