Wimbledon 2022 : উইম্বলডনে ইতিহাস, গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে আরব কন্যা জাবেউর

Updated : Jul 08, 2022 13:14
|
Editorji News Desk

আরবের প্রথম মহিলা হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে (Wimbledon 2022) উঠে ইতিহাসে টিউনিশিয়ার প্লেয়ার জাবেউর (Ons Jabeur)। এই প্রথম আরবের কোনও মহিলা হিসেবে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনালে মারি বুজকোভাকে ৩-৬, ৬-১ ও ৬-১ গেমে হারান জাবেউর। 

গতবছর আরবের প্রথম মহিলা হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এবার আরও একধাপ পেরিয়ে সেমিতে। ম্যাচের পর জাবেউর বলেন, "এই অনুভূতি বলে বোঝানো যাবে না। অনেকদিন ধরেই সেমিফাইনালে ওঠার চেষ্টা করেছি।" মরক্কোর প্রাক্তন টেনিস তারকা হিচার আরাজির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন তিনি। এদিন সেমিফাইনালে ওঠার পর তাঁকে ধন্যবাদ জানান জাবেউর।

আরও পড়ুন: ৭ উইকেটে হার ভারতের, রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে এজবাস্টনে সিরিজ বাঁচাল ইংল্যান্ড
 
টিউনিশিয়ার রক্ষণশীল পরিবারে বড় হলেও মেয়ের টেনিস খেলার শখে কোনও বাধা দেয়নি পরিবার। দেশে মেয়েদের ছোট পোশাক পরা নিষিদ্ধ। কিন্তু সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন জাবেউর। তিন বছর বয়স থেকে খেলা শুরু করেন। ১৩ বছর পর্যন্ত স্থানীয় স্তরে টেনিস। এরপর উন্নত পরিকাঠামোর জন্য রাজধানী টিউনিসে আসেন জাবেউর। সেখানে জাতীয় ক্রীড়া বিদ্যালয়ে ভর্তি হন। ২০১১ সালে প্রথম জুনিয়র গ্র্যান্ড স্লামে সুযোগ পান তিনি। ২০১৭ সালে মহিলাদের টেনিসে প্রথম ১০০-এর মধ্যে ঢুকে যান জাবেউর। উইম্বলডনের সেমিফাইনালে উঠে তাঁর স্বপ্ন গ্র্যান্ড স্লামে যেন টিউনেশিয়া, মরক্কো, আলজেরিয়া থেকে আরও প্রতিভা বিশ্বমঞ্চে উঠে আসে।

wimbledon 2022Ons JabeurWimbledon Championships

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?