বিশ্ব টিম টেবিল টেনিস টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারেনি ভারত। ফলে বুসানে আইটিটিএফ বিশ্ব টেবল টেনিসের দলগত প্রতিযোগিতায় হেরে গিয়েছে ভারতের পুরুষ এবং মহিলা টেবিল টেনিস দল। তবে, এখনও আশা রয়েছে।
এরপর প্যারিস অলিম্পিক্সের পথ কঠিন হলেও এখনও সুযোগ রয়েছে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়দের। তবে, সব কিছু নির্ভর করছে আগামী ৫ মার্চের উপর। কারণ ওইদিনেই ঘোষণা করা হবে র্যাঙ্কের তালিকা।
আরও পড়ুন - রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, পিচ দেখে খুশি নন ইংরেজ অধিনায়ক
২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে প্রথম বার টেবল টেনিসের দলগত বিভাগ অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে এখনও একবারও দলগত বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। তবে, আগামী প্যারিস অলিম্পিক্সে টেবিল টেনিসের দলগত বিভাগে খেলার সুযোগ রয়েছে ভারতের কাছে।