প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন বিশ্বের ২০৬টি দেশের ১০ হাজার ৭০০ জনের বেশি ক্রীড়াবিদ। আর এই টুর্নামেন্টের সুরক্ষার দায়িত্বে থাকবে ভারতের কম্যান্ডো বাহিনীর কুকুরেরা। আসলে প্যারিস অলিম্পিক্স চলাকালীন যাতে কোনও জঙ্গি হামলা না ঘটে তা নিশ্চিত করতে কুকুরদের ১০টি দল পাঠানো হয়েছে সে দেশে।
এই ১০টি দলের কুকুরদের মধ্যে রয়েছে বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির কুকুর। ওসামা বিন লাদেনের ঠিকানার খোঁজ দিয়েছিল এই প্রজাতির কুকুরেরাই। আর এই ১০টি কুকুরের মধ্যে বিশেষ দুই সদস্য ভাস্ট ও ডেনবিকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর প্রশিক্ষণ স্কুল থেকে।
তাই প্যারিস অলিম্পিক্সের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে ভারতের এই কমান্ডো বাহিনীর কুকুরদের। ঘ্রাণশক্তির জন্য বিখ্যাত কুকুরের দল সাধারণত বোমা ও আইইডি শনাক্ত করার কাজ করতে পারে খুব সহজেই।
এই দলের দায়িত্বে থাকা এক অফিসার জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সের জন্য এই কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ভাষাগত শিক্ষা। যাতে ফরাসি ভাষা বুঝতে তাদের কোনও সমস্যা না হয়।
এই বিশেষ প্রজাতির কুকুর ছাড়াও প্যারিস অলিম্পিক্সের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের আধাসামরিক বাহিনীকেও। প্যারিস অলিম্পিক্সে বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব থাকবেন তাঁরা।
ভারতীয় আধাসামরিক বাহিনীর ১০টি বিশেষ দল প্যারিসে পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে, সিআরপিএফ, সশস্ত্র সীমা বল, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও অসম রাইফেলসের জওয়ানেরা। ভারত এবং ফরাসি সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ দল।