শুরু হয়ে গেল ক্রীড়া জগতের মহাসামরোহ। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিক। শুক্রবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়।
এই প্রথমবার স্টেডিয়ামের বাইরে আয়োজন করা হয়েছিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ফরাসি রাজধানীর সেন নদীর বুকে আয়োজিত এই অনুষ্ঠান জুড়ে ছিল একের পর এক চমক।
সেন নদীর উপরে মোট ৯৪টি নৌকায় ১০ হাজার ৫০০ অ্যাথলিটকে স্বাগত জানানো হয়েছিল। যদিও উদ্বোধনী প্যারেডে ছিলেন না সকলে। এই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে প্রবীণ টেবিল টেনিস তারকা অচন্ত শরৎ কামাল এবং ভারতীয় শাটলার পিভি সিদ্ধুকে।
ভারতের ৭৮ জন অ্যাথলিট উপস্থিত ছিলেন। এছাড়াও অলিম্পিক কমিটির জন্য বাড়তি ২০৬টি নৌকা রাখা হয়েছিল। প্রতিটি নৌকোতেই ক্যামেরা রাখা হয়েছিল। পূর্ব থেকে পশ্চিমে ৬ কিলোমিটার নদীপথ জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন লেডি গাগা এবং সেলিন ডিওনের মতো বিখ্যাত শিল্পীরা। সেন নদীর দুধারে বসে দর্শকদের উপভোগ করতে দেখা গিয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান।