রবিবার শেষ হয়েছে প্যারা অলিম্পিক্স। চলতি বছরে প্যারিস প্যারা অলিম্পিক্সে রীতিমতো ইতিহাস তৈরি করেছে ভারত। চলতি মরশুমে মোট ২৯টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এর মধ্যে সাতটি পদক সোনার, ১৩টি পদক ব্রোঞ্জের আর রুপোর পদক রয়েছে নয়টি। ফলে, বোঝাই যাচ্ছে চলতি প্যারা অলিম্পিক্স ভারতের জন্য অন্যতম সফল অলিম্পিক্স। মোট ২৯টি পদক জিতে প্যারা অলিম্পিক্সের তালিকায় ১৮ নম্বর স্থানে রয়েছে ভারত। দেশকে গর্বিত করলেন কারা? দেখে নিন ২৯ জন ভারতীয় পদকজয়ীর সম্পূর্ণ তালিকা।
প্যারিস প্যারাঅলিম্পিক্সের পদকজয়ী কারা?
চলতি প্যারাঅলিম্পিক্সে মহিলাদের এসএইচ ওয়ান ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দুটি পদক এসেছে, এই বিভাগে সোনা পেয়েছেন অবনী লেখারা। এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল।
ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটার আর ২০০ মিটারে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন উত্তর প্রদেশের মেয়ে প্রীতি পাল। ভারতের হয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছেন মনিশ নারওয়াল। আর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস।
পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো এনেছেন নিশাদ কুমার। প্যারিস প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। পুরুষদের সিঙ্গেল এসএলথ্রিতে সোনা জিতেছেন নিতিশ কুমার।
মহিলাদের ব্যাডমিন্টনে এসইউ৫ বিভাগে বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন মনীষা রামদাস। এই বিভাগে রুপো পেয়েছেন তুলসীমতি মুরুগেসন। পুরুষদের ব্যাডমিন্টনে এসএল৪ ক্যাটেগরিতে সিঙ্গলসে রুপো জিতেছেন সুহাস যথীরাজ।
প্যারালিম্পিকের তিরন্দাজিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী। প্যারিস প্যারালিম্পিক্সের মেনস জ্যাভেলিন থ্রোয়ের এফ-৬৪ ইভেন্টে সোনা পেয়েছেন সুমিত আন্তিল।
মহিলাদের সিঙ্গেল এসএইচসিক্সে ব্যাডমিন্টন বিভাগে ব্রোঞ্জ জুতেছেন নিত্য শ্রী সুমাথি সিভান। মহিলাদের ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি। পুরুষদের হাই জাম্প বিভাগে টি৬৩ রুপো পেয়েছেন শরদ কুমার।
এই বিভাগেই ব্রোঞ্জ পেয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আর পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের টি৪৬ বিভাগে রুপো পেয়েছেন অজিত সিং এবং ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুজ্জর।
ছেলেদের শট পাটের এফ-৪৬ বিভাগে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় সচিন খিলাড়ির। রুপো জিতে এই ইভেন্ট শেষ করেন তিনি।
পর পর দুটো সোনা আসে এরপর। তিরন্দাজিতে সোনা যেতেন হরবিন্দর সিং। আর ক্লাব থ্রো বিভাগে ভারতের হয়ে সোনা জিতেছেন ধরমবীর। তিনি ৩৪.৯২ মিটার থ্রো করে এশিয়ান রেকর্ডও করেছেন। এই বিভাগেই রুপো জেতেন প্রণব সুরমার।
চলতি প্যারাঅলিম্পিক্সে নজির গড়েছেন ভারতীয় জুডোকা কপিল পার্মার। তিনিই প্রথম ভারতীয় জুডো প্লেয়ার যিনি দেশের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
২০২০ সালে টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন প্রবীণ কুমার। ২০২৪ এও একই ছন্দে দেখা গেল তাঁকে। ছেলেদের টি-৬৪ হাইজাম্পে সোনার পদক জেতেন প্রবীণ।
২০২৪ সালের প্যারিস প্যারাঅলিম্পিক্সে দেশের হয়ে পদক জিতলেন দেশেরই এক সৈনিক হোকাতো হোতোঝে সেমা। পুরুষদের শট পুট F57 ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এক সময় ল্যান্ড মাইন বিস্ফোরণের মুখে পড়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সেভাবে কাজ করতে পারতেন না। এই অবস্থায়ও দেশের জন্য পদক জিতেছেন তিনি।
প্যারা অলিম্পিক্সের শেষ পর্যায় এসে ইতিহাস গড়েন সিমরান শর্মা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিক্সে ২০০ মিটার টি১২ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। আর এই জয়ের কিছুক্ষণের মধ্যেই দেশের জন্য ২৯ নম্বর পদক জেতেন নভদীপ সিং। বেঙ্গালুরুর আয়কর দফতরের ইন্সপেক্টর নভদীপ পুরুষদের জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরিতে সোনার মেডেল জিতেছেন।