প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের জয়জয়কার। হাইজাম্পে জোড়া পদক আসতেই প্যারাঅলিম্পিক্সে নয়া ইতিহাস গড়ল ভারত। তৈরি হল পদক জয়ের সর্বকালীন রেকর্ড।
আসলে, টোকিও প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জিতেছিল। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এটিই এক মরশুমের সর্বোচ্চ পদক সংখ্যা ছিল। কিন্তু প্যারিস প্যারাঅলিম্পিক্সে সেই রেকর্ড ভাঙল ভারত। কারণ চলতি অলিম্পিক্সে ইতিমধ্যেই ভারত ২০টি পদক জিতে ফেলেছে। আগামী দিনে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশাবাদী বিভিন্ন মহল।
সব মিলিয়ে এখনও পর্যন্ত প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ৫১টি পদক জিতেছে। যার মধ্যে ১২টি সোনা। ১৯টি রুপো আর ২০টি ব্রোঞ্জ রয়েছে।
প্যারিস প্যারাঅলিম্পিক্সের পদকজয়ী কারা?
চলতি প্যারাঅলিম্পিক্সে মহিলাদের এসএইচ ওয়ান ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দুটি পদক এসেছে, এই বিভাগে সোনা পেয়েছেন অবনী লেখারা। এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল।
ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটার আর ২০০ মিটারে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন উত্তর প্রদেশের মেয়ে প্রীতি পাল। ভারতের হয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছেন মনিশ নারওয়াল। আর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস।
পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো এনেছেন নিশাদ কুমার। প্যারিস প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। পুরুষদের সিঙ্গেল এসএলথ্রিতে সোনা জিতেছেন নিতিশ কুমার।
মহিলাদের ব্যাডমিন্টনে এসইউ৫ বিভাগে বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন মনীষা রামদাস। এই বিভাগে রুপো পেয়েছেন তুলসীমতি মুরুগেসন। পুরুষদের ব্যাডমিন্টনে এসএল৪ ক্যাটেগরিতে সিঙ্গলসে রুপো জিতেছেন সুহাস যথীরাজ।
প্যারালিম্পিকের তিরন্দাজিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী। প্যারিস প্যারালিম্পিক্সের মেনস জ্যাভেলিন থ্রোয়ের এফ-৬৪ ইভেন্টে সোনা পেয়েছেন সুমিত আন্তিল।
মহিলাদের সিঙ্গেল এসএইচসিক্সে ব্যাডমিন্টন বিভাগে ব্রোঞ্জ জুতেছেন নিত্য শ্রী সুমাথি সিভান। মহিলাদের ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি। পুরুষদের হাই জাম্প বিভাগে টি৬৩ রুপো পেয়েছেন শরদ কুমার।
এই বিভাগেই ব্রোঞ্জ পেয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আর পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের টি৪৬ বিভাগে রুপো পেয়েছেন অজিত সিং এবং ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুজ্জর।