ফের সাফল্য প্যারিসে। প্যারাঅলিম্পিক্সে আবার সোনা পেল ভারত। বুধবার রাতে এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতলেন ধরমবীর সিং। এই একই ইভেন্টে রুপোও এসেছে ভারতের ঝুলিতে।
একই ইভেন্টে রুপো পেয়েছেন প্রণব সুরমা। এই নিয়ে চলতি প্যারাঅলিম্পিক্সে মোট ২৪টি পদক এল ভারতের ঝুলিতে। প্যারালিম্পক্সের পদক তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ১৩ নম্বর স্থানে। শীর্ষে রয়েছে চিন।
চলতি অলিম্পিক্সে একাধিক ইভেন্টে জোড়া পদক জিতেছে ভারত। বুধবার ফের এফ৫১ ক্লাব থ্রোতে জোড়া পদক এসেছে। এদিন প্রথম চারটি থ্রো ফাউল করেন ধরমবীর। এরপর পঞ্চম আর শেষ থ্রো-তে বাজিমাত করেন তিনি। ৩১.৫৯ মিটার দুরত্বে থ্রো করে সোনা জেতেন।
অন্যদিকে, একই ইভেন্টে রুপোর পদক জিতেছেন প্রণব সুরমা। ৩৪.৫৯ মিটার দূরত্বে থ্রো করেন। পরে নিজের এই দূরত্ব নিজেই অতিক্রম করেন। এই প্রথম কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারত প্রথম দুই স্থানে শেষ করল।