ভিনেশ ইস্যুতে শেষ দেখে ছাড়বে ভারত। জানিয়েদিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্যাপারে বিস্তারিত জানতে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষাকে তিনি নির্দেশ দিয়েছেন। ১০০ গ্রাম বাড়তি ওজনের জেরে অলিম্পিক কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল ইভেন্ট থেকে বাতিল করা হয়েছে ভিনেশ ফোগাতকে। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় কুস্তিগীরকে চ্যাম্পিয়ন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ভিনেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ভিনেশের এই ঘটনায় হতাশ কাকা মহাবীর ফোগাত।
প্যারিস থেকে ভিনেশের বাতিল হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন সোশাল মিডিয়ায় শুরু হয় প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া। অভিযোগ ওঠে ভারতীয় কুস্তি দলের সার্পোট স্টার্ফদের বিরুদ্ধে। প্রশ্ন তোলা হয়, তিন ম্যাচ জয়ের পর কী ভাবে একজন অ্যাথলিটের ১০০ গ্রাম ওজন বেড়ে গেল ? ফাইনালে ওঠার পরেও কেন সতর্কতা অবলম্বন করা হল না। ভিনেশ ইস্যুতে উত্তাল হয় সংসদও। ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে।
প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন হরিয়ানার ২৯ বছরের ভিনেশ ফোগাত। কমনওয়েলথ গেমসে তিনবারের সোনাজয়ী ভিনেশ। ডিহাইড্রেশন হওয়ার কারণে ভিনেশ ফোগাটকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর সঙ্গে ঘটা এই ঘটনায় স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতবাসীর।