কমনওয়েলথ গেমস খেলতে লন্ডনে রওনা দিলেন পিভি সিন্ধুরা (PV Sindhu)। ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত হায়দরাবাদে প্র্যাকটিস ছিল টিম ইন্ডিয়ার। টুইটারে ছবি শেয়ার করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
এবার কমনওয়েলথ গেমসে ১০জন ব্যাডমিন্টন অ্যাথলিট অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে আছেন দুবারের অলিম্পিক জয়ী অ্যাথলিট পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন। মহিলা অ্যাথলিটদের মধ্যে এবার টিমে আছেন আকর্ষি কাশ্যপ, ট্রেসা জুলি, গায়াত্রি পি ও অশ্বিনী পুনাপ্পা। ছেলেদের মধ্যে শ্রীকান্ত ও লক্ষ্য ছাড়াও আছেন সুমিত রেড্ডি। গতবার কমনওয়েলথে রুপো জেতেন তিনি। আছেন ডাবলস জুটি চিরাট শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি।
আরও পড়ুন: সিরিজ জিতে ড্রেসিংরুমে সেলিব্রেশন টিম ইন্ডিয়ার, ভিডিয়ো শেয়ার করলেন ধাওয়ান
২০১৮ কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন শ্রীকান্ত ও সিন্ধু। বার্মিংহ্যামেএবার ব্যাডমিন্টন থেকে সোনা জয়ের লক্ষ্যেই নামবেন অ্য়াথলিটরা।