ম্যাচ-গেম-গোল্ড পি ভি সিন্ধু। চার বছর আগের অধরা স্বপ্ন এবার পূর্ণ হল বিলেতে। সোমবার কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে কানাডার মিশেল লিকে কার্যত উড়িয়ে দিলেন ভারতীয় শাটলার। সিন্ধু জিতলেন ২১-১৫, ২১-১৩ গেমে। গ্লাসগোর সোনা জয়ী মিশেল লি। তাঁকে শুরু থেকেই চাপের রাখেন সিন্ধু।
২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু। অলিম্পিক্সে দু’টি পদক ছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা-সহ পাঁচটি পদক। কিন্তু এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। এদিন বিশ্বের ১৩ নম্বর মিশেল লির বিরুদ্ধে আক্রমণাত্ম শুরু করেন সিন্ধু।
প্রথম এবং দ্বিতীয় গেমে তাঁদের মধ্যে বেশ কিছু সময় দীর্ঘ লড়াইও চলে। তবে এদিন নেটে এবং ব্লকে লি-কে কার্যত নড়তেই দেননি ভারতের সোনার মেয়ে।