অবশেষে ট্রফি খরা কাটল সিঙ্গাপুরে। চিনা প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে সিঙ্গাপুর ওপেন জিতলেন ভারতের পি ভি সিন্ধু। শনিবার মাত্র ৩২ মিনিটে জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন সিন্ধু। এদিন ফাইনালে প্রতিপক্ষ ছিলেন চিনের ওয়াং ঝি। তাঁর বিরুদ্ধে কার্যত সহজ জয় বার করে নিলেন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা তারকা। ম্যাচের ফল ২১-৯, ১১-২১, ২১-১৫।
প্রথম গেম থেকেই এদিন হায়দরাবাদি শাটলার বুঝিয়ে দেন তিনি কতটা ফর্মে আছে। প্রায় হেলায় ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য ফিরে আসেন ওয়াং। তবে ওইটুকু। কারণ, তৃতীয় গেমে ফের স্বমহিমায় দেখা যায় সিন্ধুকে।
অলিম্পিকে দুটো পদক। তারপরেও ট্রফি খরা কাটছিল না। এটাই ছিল সিন্ধু এই বছরের প্রথম সুপার ৫০০ সিরিজ। এরআগে অল ইংল্যান্ডের ওয়াং ঝির বিরুদ্ধে জয় পেয়েছিলেন সিন্ধু। সৈদয় মোদী এবং সুইস ওপেনের পর ২০২২ সালে সিঙ্গাপুর ওপেন জিতলেন সিন্ধু।