শুরু হয়ে গিয়েছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' অর্থাৎ অলিম্পিক। ইতিমধ্যেই সেন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন ভারতের তারকা ব্যাটমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু। সেন নদীর বুকে ভেসে আসা নৌকতে জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে দাঁড়িয়ে ছিলেন শরৎ কমল এবং পি ভি সিন্ধু।
এই বিশেষ অনুষ্ঠানে নজর কেড়েছে ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক। যেটি ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি। ঐতিহ্যবাহী ইক্কত প্রিন্ট ও বেনারসি ব্রোকেডে তৈরি হয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ৮৪ নম্বর দেশ হিসেবে মার্চ পাস্টে অংশ নিয়েছিল। পুরুষদের পরনে ছিল সাদা কুর্তা-বান্দি সেট। আর মহিলারা পরেছিলেন ম্যাচিং শাড়ি। সকলের পোশাকেই ছিল ভারতের জাতীয় পতাকার তিনটি রঙ।
কিন্তু ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে পিভি সিন্ধুর পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শাড়ির ডিজাইন নিয়ে বিতর্ক আগেই তৈরি হয়েছিল। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের পরে সেই বিতর্ক হয়েছে দ্বিগুণ।
নেটিজেনদের মত, অলিম্পিকের মতো মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন পিভি সিন্ধু, কিন্তু তাঁর পোশাকে প্রতিনিধিত্ব করার মতো কোনও বিশেষত্ব নেই। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকা শাটলার নিজের পোশাকের ছবি পোস্ট করতেই ডিজাইনারের দিকে ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য।
বলেছেন, এই ডিজাইন খুব সস্তা। কারও কারও মত, ভারতের তেরঙা জাতীয় পতাকার রংগুলিকে এই পোশাকে অত্যন্ত খারাপ ভাবে উপস্থাপিত করা হয়েছে। কেউ আবার মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, মোনাকোর পোশাকের সঙ্গেও তুলনা করে ফেলেছেন।
নেটিজনদের অধিকাংশেরই মত, এই ধরনের গ্রান্ড অনুষ্ঠানে একটি দেশের প্রতিনিধিত্ব করার জন্য ঠিক যে ধরণের পোশাক দরকার হয় তার তুলনায় ভারতের পোশাক নিতান্তই ম্যাড়ম্যাড়ে।