পায়ে চোট ছিল। সেই যন্ত্রণা নিয়ে কমনওয়েলথ গেমসে সোনার স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। কিন্তু এবার ব্যথা অনেকটাই বেড়েছে। তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু।
চিকিৎসকরা জানিয়েছেন, সিন্ধুর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে দেড় মাসের বেশি সময় লাগবে। পরিবার সূত্রেও এই একই কথা জানানো হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, বার্মিংহ্যামেই গোড়ালিতে চোট পেয়েছিলেন সিন্ধু। যন্ত্রণা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধুর নামা হচ্ছে। এটা খুব হতাশজনক খবর।
দেশে ফিরে চোটের চিকিৎসা শুরু করেছেন সিন্ধু। পরিবার সূত্রে জানা গিয়েছে, দ্রুত চোট মুক্ত হওয়াই এখন লক্ষ্য সিন্ধুর। সম্ভবত অক্টোবরের ডেনমার্ক এবং প্যারিস ওপেনের জন্য প্রস্ততি শুরু। ২১ অগস্ট থেকে টোকিয়োয় শুরু হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।