সাঁতারে জাতীয় রেকর্ড ভাঙলেন বেদান্ত মাধবন। ৪৮তম জাতীয় জুনিয়র অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড তৈরি করল বেদান্ত (Vedanta Madhavan)।
১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে সোনা জিতল মাধবন পুত্র। সোশ্যাল মিডিয়ায় ছেলের এই সাফল্যে পোস্ট শেয়ার করেন অভিনেতা। চলতি বছর এপ্রিলেই সাফল্য পায় বেদান্ত। কোপেনহেগেনে ড্যানিস ওপেনে ৮০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছিল বেদান্ত। এবার ফের সাফল্য পেল।
আরও পড়ুন: ভারত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডেই থাকছেন বিরাট, নিতে চান দীর্ঘ বিশ্রাম
টুইটারে আর মাধবন লেখেন, "নেভার সে নেভার। ১৫০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড ভাঙল বেদান্ত।"