বিশ্ব টেনিসে শেষ হয়ে গেল আরও একটা মহাকাব্য। অবসর ঘোষণা করলেন রাফায়েল নাদাল। গত দু বছর বারবার কোর্টে ফিরে আসার চেষ্টা করেছেন। কিন্তু হাঁটুর চোট তাঁকে নাজেহাল করে ছেড়েছে। তাই আর অপেক্ষা করতে পারলেন না। তবে, নভেম্বরে স্পেনের হয়ে ডেভিস কাপ খেলেই কেরিয়ার শেষ করছেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক।
এক বার্তায় রাফা জানিয়েছেন, গত দু বছর জীবনের ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। বার বার চোট পেয়েছেন। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। তাই এটাই অবসরের ঠিক সময় বলে মনে করেন এই স্প্যানিশ। কারণ, তিনি মনে করেন পুরোপুরি সুস্থ হয়ে আর ফিরে আসা তাঁর পক্ষে সম্ভব নয়।
২৩ বছর আগে এক বাঁহাতির সার্ভের স্পিডে কেঁপে গিয়েছিল টেনিস দুনিয়া। শুরু হয়েছিল নয়া টক্কর। একদিকে রজার ফেডেরার নামের এক জাদুকরের টেনিস রোমান্টিকতা। অন্যদিকে রাফায়েল নাদাল নামের এক স্প্যানিশের রুক্ষ সুড়কির কোর্টে নতুন বিপ্লবের। রাফার ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টি এসেছে এই ফরাসি ওপেন থেকেই।
চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন নাদাল। বিশ্বটেনিসে অমর হয়ে রয়ে গেল ফেডারার বনাম নাদাল দ্বৈরথ। ২৩ বছর পেশাদার টেনিস খেলে অবশেষে থামলেন নাদাল। বলা ভাল চোটের জন্য থামতে বাধ্য হলেন।