তেরো বছরের অপেক্ষা। ফের ঘাসের কোর্টে নতুন চ্যাম্পিয়ন পেল টেনিস দুনিয়া। নোভাক দূর্গ পতনের পরেই নতুন রাজা কার্লোস আলকারাজকে প্রথম ফোন করলেন তাঁর দ্রোণাচার্য রাফায়েল নাদাল। টুইট করে আলকারাজকে শুভেচ্ছা জানিয়েছেন রাফা। লিখেছেন, শুভেচ্ছা। আজ আলকারাজ তাঁদের সবাইকে আনন্দ দিয়েছেন। নাদাল নিশ্চিত তাঁদের সবার আর্দশ মানোলো সান্তানা আজ যেখানেই আছে, তিনিও আলকারাজের জন্যই হাততালি দিচ্ছেন। চ্যাম্পিয়ন হওয়ার সময়টা উপভোগ করতেও আলকারাজকে পরার্মশ দিয়েছেন তাঁর গুরু রাফায়েল নাদাল।
নাদালের টেনিস অ্যাকাডেমি থেকেই কোর্ট দাপানো শুরু ঘাসের কোর্টের নতুন সম্রাটের। যাঁকে টেনিস বিশ্ব ভবিষ্যতের পিট সাম্প্রাস বলেই দাবি করছে। নাদালের সঙ্গে মুখোমুখি না হলেও, একজন স্প্যানিস হিসাবে সবসময় রাফার ভক্ত আলকারাজ। আর সেই কথাই নিজের টুইটেও দাবি করেছেন রাফা। জানিয়েছেন, পাওয়ার এবং রোমান্টিকথার মিশেল এই স্প্যানিস যুবক। ২০১০ সালে এই সেন্টার কোর্ট থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলেন নাদাল। ১৩ বছর পর সেই কাজটাই করে দেখালেন তাঁর শিষ্য।
১৯৬৬ সালে স্প্যানিস হিসাবে প্রথম উইম্বলডন জিতেছিলেন সান্তানা। আলকারাজ তৃতীয় হিসাবে সেন্টার কোর্টে এই ট্রফি তুললেন। চোটের কারণে দীর্ঘ দিন কোর্টের বাইরে নাদাল। চলতি বছর হয়তো আর নামতে পারবেনও না। চোট সারিয়ে ফিরলেও আর কত দিন খেলতে পারবেন তা নিশ্চিত নয় ৩৭ বছরের নাদালের। তাই স্পেনের টেনিস এখন আলকারাজের কাঁধে।