আশঙ্কাই সত্যি হল। গোড়ালির চোটে উইম্বলডন সেমিফাইনাল (Wimbledon Semifinal) থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার উইম্বলডনে প্র্যাকটিস করেন নাদাল (Rafael Nadal)। কিন্তু তারপরই উইম্বলডন কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন নাদাল।
২২বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফা এবারও উইম্বলডনে জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু গোড়ালির চোট তাঁকে হার মানতে বাধ্য করে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। নাদাল বলেন, দিনভর তিনি এই সিদ্ধান্তের কথা ভেবেছেন। রাফার মতে, "আমার মনে হয়েছে, আর খেলা সম্ভব নয়। এর জন্য আমি দুঃখিত।"
আরও পড়ুন: হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের
কোয়ার্টারফাইনাল ম্যাচে গোড়ালির চোটের জন্য মেডিলেক টাইম আউট নিতে হয় নাদালকে। পরিবার চেয়েছিল, ওই ম্যাচ থেকেই সরে আসুন নাদাল। কিন্তু পাঁচ সেটের ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠেন তিনি। কিন্তু সেমিফাইনালে নামার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাফা।