বুধবার রাতে ফরাসি ওপেন (French Open 2022) জমজমাট। নামছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল (Novak Djokovic vs Rafael Nadal)। রোল্যা গারোঁতে ১৩ বার চ্যাম্পিয়ন নাদাল। এবার ফরাসি ওপেনের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচের বিরুদ্ধে নামবেন তিনি।
কেরিয়ারে পরষ্পরের বিরুদ্ধে ৫৯তম ম্যাচ খেলছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। সেমিফাইনালে যাবেন দুজনের মধ্যে একজনই। এবার ফরাসি ওপেন দিন ও রাতের আলাদা সময়ের ম্যাচ নিয়ে ক্ষুব্ধ নাদাল। কিছুদিন আগেই তিনি জানান, "দিন ও রাতে যেভাবে ক্লে-কোর্টে টেনিস চলছে, তা অনেকটাই পার্থক্য তৈরি করে দিচ্ছে।" ক্লে কোর্টে অন্ধকারে খেলতে সমস্যা হচ্ছে অনেক প্লেয়ারের। ফরাসি ওপেনে নাদাল যে সেরা, তা নিয়ে প্রশ্ন নেই। এবার টুর্নামেন্টের শেষের দিকেই নাদালকে চেয়েছিলেন জকোভিচ। তিনি জানান, যতটা পরে রাফার মুখোমুখি হতে হয়, তত ভালো।
আরও পড়ুন: সপ্তমীর যুবভারতীতে নীল চেলসি, কলকাতায় ২টি ম্যাচ, ওড়িশা ও জামশেদপুরেও হবে ম্যাচ
স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে শুরু হবে রাফায়েল নাদাল বনাম নোভাক জোকোভিচের ম্যাচ। ভারতীয় সময় রাত ১২টা ১৫ থেকে দেখা যাবে এই ম্যাচ।