অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2022) ইতিহাস গড়লেন রাফায়েন নাদাল (Rafael Nadal)। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি। রজার ফেডেরার (Roger Federar) ও নোভাক জকোভিচকে (Novak Djokovic) টপকে গেলেন স্প্যানিশ তারকা। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রড লেভার এরিনায় রাশিয়ান প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভকে (Danil Medvedev) হারালেন ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হলেন নাদাল।
এদিন অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে মেদভেদেভের বিরুদ্ধে প্রথম দুটি সেটে পিছিয়ে পড়েন নাদাল। কিন্তু এরপর ম্যাচে ফেরেন তিনি। ২০০৯ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করেন তিনি। এদিন ফাইনালে রড লেভার এরিনায় পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের লম্বা লড়াই চলে। এদিন আরও একটি রেকর্ড গড়ে জকোভিচকে ছুঁলেন রাফা। কেরিয়ারে দুবার করে চারটি গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন জিতে অস্ট্রেলিয়ার ৪৪ বছরের খরা কাটালেন অ্যাশলে বার্টি
এই নিয়ে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। এবার অস্ট্রেলিয়ান ওপেন অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ। অংশ নেননি রজার ফেডেরারও। দুজনেই কেরিয়ারে ২০তম গ্র্যান্ডস্লাম জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতে এগিয়ে গেলেন নাদাল।