প্যারিস অলিম্পিকে ফের কোভিড-১৯ এর থাবা! মঙ্গলবার এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০ জনের বেশি অ্যাথলিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই এখনও কোভিডের প্রভাব পড়ছে। অলিম্পিকের মতো ইভেন্টের পর দেশে ফিরবেন অ্যাথলিটরা। তাই দেশগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বেশ কিছু বড় অলিম্পিক তারকা কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে নাম আছে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটিরও। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপো জয়ের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে অস্ট্রেলিয়ার সাঁতারু লানি পালিস্টারও ১৫০০ মিটার ফ্রি-স্টাইল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তিনিও অসুস্থ বলে খবর। WHO জানিয়েছে, ৮৪টি দেশের প্রতিযোগীদের শরীরে কোভিডের ভাইরাস পাওয়া গিয়েছে। কমপক্ষে ৪০ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে প্যারিসের প্রধান নদী শ্যেন ছিল অলিম্পিকের প্রাণকেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠান হয় এই নদীর উপরই। কিন্তু এই নদীর দূষণ এবার অলিম্পিকে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর দূষণ এত তীব্র আকার নিয়েছিল, যে অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা ভেবে ইভেন্ট পিছিয়ে দেয় অলিম্পিক কমিটি।