Roger Federer : রাজার বিদায়ে চোখে জল রাফা-জোকারের, ফেডেরার চিরন্তন

Updated : Sep 26, 2022 08:41
|
Editorji News Desk

রাজার মতো এসেছিলেন, রাজার মতোই বিদায় সম্পন্ন হল। গত ২৪ বছর যেন একটা অভ্য়াসে পরিণত হয়েছিল, হঠাৎ করেই প্রাক্তন হয়ে গেলেন। তিনি রজার ফেডেরার। লেভার কাপে শেষ ম্য়াচ। কে ছিলেন না তাঁর পাশে। তাঁর জীবনের সবচেয়ের বড় প্রতিপক্ষই ফেডারারের আসল বন্ধু। তিনি রাফায়েল নাদাল। যাঁর হাতে বিশ্ব টেনিসকে দিয়ে যাচ্ছেন, সেই নোভাক জকোভিচ। আর ছিল এই প্রজন্ম। যাঁরা এসেছিলেন একবার রাজাকে দেখতে। গত ২৪ বছর যাঁরা তাঁকে উপভোগ করেছেন। 

টেলিভিশন থেকে সোশাল মিডিয়া - এই ব্যপ্তি জুড়েই রজার ফেডেরার। তাই বিদায় বেলায় তিনি হাসলেন, আর বাকিরা কাঁদলেন। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন ১০ বছর আগে ওয়াংখেড়ে। সচিন বলছেন, বাকিরা শুনছেন। সচিন চুপ, সবার চোখে জল। এখানেও তাই, কেউ পারলেন না নিজেদেরকে সামলে রাখতে। ফেডেক্স বুকে তখন রাফার মাথা। ক্যামেরা বাঁচিয়ে চোখ মুছতে গিয়েও ধরা পড়ে গেলেন জোকার। এই চব্বিশটা বছর কোনও মতে কেটে গেল, তাই না ? বিদায় বেলায় এটা বলেই আজ প্রাক্তন হলেন রজার ফেডেরার। 

লেভার কাপে জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। এক সময়ে যে দু’জনকে দেখা যেত একে অপরের থেকে গ্র্যান্ড স্ল্যাম ছিনিয়ে নিতে, তাঁরা লড়লেন একে অপরকে জেতাতে। দু’জনে মিলে ৪২টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। শনিবার ভোরে যদিও পারলেন না লেভার কাপের ম্যাচটা জিততে। ফেডেরার বলেন, “আরও এক বার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষ বারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। খুব ভাল একটা ম্যাচ হল। আমি খুশি।”

Roger FedererRafael NadalTennisRoger Federer RetiresDjokovic

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!