অবসরের সিদ্ধান্ত রোহন বোপান্নার। পেশাদার সার্কিটে খেলা চালিয়ে গেলেও ডেভিস কাপ খেলবেন না। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিচে মরক্কোর বিরুদ্ধে নামবেন তিনি। তারপরই সরে দাঁড়াবেন বিশ্বের ১১ নম্বর ডাবলস টেনিস তারকা।
উইম্ববডনের প্রস্তুতির জন্য লন্ডনে আছেন বোপান্না। সংবাদ সংস্থা পিটিআই-কে নিদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ২০০২ সাল থেকে ভারতীয় দলের সদস্য তিনি। এখনও পর্যন্ত কেরিয়রে ৩২টি টাই খেলেছেন। ডেভিস কাপ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথাও ফেডারেশনকে জানিয়েছেন তিনি।
পেশাদার টেনিস থেকে অবসর নিয়ে কিছু জানাননি বোপান্না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বেশিদিন তাঁকে কোর্টে দেখা যাবে না।