দীর্ঘ অতিথিদের তালিকায়। আর মন্দির প্রাঙ্গন উজ্জ্বল হবে দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে। সোমবার অযোধ্যায় পাশাপাশি থাকতে চলেছেন ভারতের একঝাঁক প্রাক্তন ও বর্তমান ক্রীড়ানক্ষত্র।
সচিন-সৌরভ-ধোনিরা যেমন থাকবেন, তেমনই থাকছেন বিরাট-রোহিত জাডেজার মতো তরুণ ও বর্তমানরা। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। থাকবে মিতালি রাজ, হরমনপ্রীত কৌরের মতো মহিলা ক্রিকেটের আইকনরাও।
ক্রিকেটের বাইরে অযোধ্যায় ক্রীড়াক্ষেত্রের তারকা হিসাবে থাকবে ভারতীয় ফুটবলের আইকন ভাইচুং ভুটিয়া এবং ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি উষা, পিভি সিন্ধু, সাইনা নেওয়ালের মতো তারকাও।