ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং রেসলিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরই সাংবাদিক বৈঠকে কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা সাক্ষী মালিকের। এতদিনের আন্দোলনে তাঁদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। সাংবাদিক বৈঠকেই কান্নায় ভেঙে পড়েন রিও অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী।
বৃহস্পতিবার দীর্ঘ টালবাহানার পর WFI-এর নির্বাচনে জয় লাভ করেন সঞ্জয় সিং। জানা গিয়েছে, তিনি ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ। এরপরই সাংবাদিক বৈঠক করেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা।