জীবনের বড় অংশ কঠোর অনুশীলন। এরপর বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব। একের পর এক সাফল্য। রিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ পদক জয় সাক্ষী মালিকের। কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সেই পদককে এবার গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হরিদ্বারের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজের ঘর থেকে সব পদকগুলি ব্যাগে ভরে ফেললেন সাক্ষী। ঘরের সেলফ ফাঁকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাক্ষী মালিকের সেই ভিডিয়ো।
বিজেপি সাংসদ ও কুস্তি ফেডারেশনের প্রধান ব্রজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা দীর্ঘদিন ধরে যন্তর মন্তরে ধর্না দিয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার তাদের পথে আটক করে দিল্লি পুলিশ। তুলে দেওয়া হয় ধর্নামঞ্চ। এরপরই হরিদ্বারে গিয়ে পদক ভাসানোর সিদ্ধান্ত কুস্তিগিরদের।