বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ভারতের অলিম্পিক জয়ী কুস্তিগির সাক্ষী মালিক। ২০২৪-এর টাইম ম্যাগাজিন-এর প্রকাশিত তালিকায় আছেন সাক্ষী।
দেশের একমাত্র অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী। গত বছর দিল্লিতে মহিলা কুস্তিগিরদের উপর যৌন হেনস্থার প্রতিবাদে প্রথম থেকেই লড়াই করছেন সাক্ষী মালিক। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের মুখ সাক্ষী।
কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে লড়াইয়ে সাক্ষী মালিকের সঙ্গে ছিলেন ভিনেশ ফোগাত, বজরং পুনিয়ারাও। এবার এই লড়াইয়ে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তাঁকে সম্মান দিল টাইম ম্যাগাজিন।