কুস্তিগিরদের আন্দোলনে সরগরম গোটা দেশ। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত চলছে। এবার এশিয়ান গেমস বয়কটের ডাক দিলেন সাক্ষী মালিক। তাঁদের দাবি মানা না হলে চলতি বছর এশিয়ান গেমসে অংশ নেবেন না তাঁরা।
এদিন সাক্ষী বলেন, তাঁদের দাবিগুলো পূরণ করতে হবে। পাশপাশি মানসিক অস্থিরতার প্রসঙ্গও তুললেন তিনি। সাক্ষী মালিক বলেন, রোজ কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা অন্য কেউ বুঝতে পারছেন না বলেও জানান সাক্ষী।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, আত্মবিশ্বাসী ম্যান সিটির মুখোমুখি ইন্টার মিলান
কুস্তিগিরদের অভিযোগ নিয়ে কোনও ফলপ্রসূ সমাধান উঠে আসেনি। অর্জিত মেডেল হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দেন। ফের অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করে আন্দোলন স্থগিত রাখেন সাক্ষী-বজরং পুনিয়ারা। ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে আশ্বাস দেয় সরকার।