কমনওয়েলথ গেমসের (CWG 2022) আগে কোভিড আতঙ্ক ভারতীয় শিবিরে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বার্মিংহামে পৌঁছানোর পর পিভি সিন্ধুর (PV Sindhu) কোভিড রিপোর্টে (Covid Report) সামান্য সমস্যা ছিল। তাই বেশ কয়েকদিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দ্বিতীয়বার পরীক্ষার পর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ফের দলের সঙ্গে যোগ দেন সিন্ধু।
এবার কমনওয়েলথ গেমসে (Cpmmonwealth Games) ভারতের পতাকাবাহক হিসেবে ঘোষণা করা হয় পিভি সিন্ধুর নাম। এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে পতাকাবাহক সিন্ধু। ২৫ জুলাই বার্মিংহামে পৌঁছয় পিভি সিন্ধু সহ ১০ জনের ভারতীয় দল। বার্মিংহামে যাওয়ার পর কোভিড পরীক্ষা হয় সব অ্যাথলিটদের। কোভিডের রিপোর্টে পজিটিভ না আসলেও, আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয় সিন্ধুকে। দ্বিতীয়বার পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে সিন্ধুর। যার ফলে বিরাট স্বস্তি পায় টিম ইন্ডিয়া। মঙ্গলবার গেমস ভিলেজে ঢোকার অনুমতি পান সিন্ধু।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়ার, ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন শিখর ধাওয়ান
এবার কমনওয়েলথ গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার সিন্ধু কিন্তু তিনি কোভিডে আক্রান্ত হলে মুশকিলে পড়ত ভারত। নীরজ চোপড়া না থাকায় এবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিন্ধুর নামই পতাকাবাহক হিসেবে ঘোষণা করে। কিন্তু কোভিডের চূড়ান্ত রিপোর্ট না আসায়, নাম ঘোষণায় দেরি করে কর্তৃপক্ষ।