প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জয় ভারতের নীতেশ কুমারের। ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেলকে হারিয়ে সোনা জিতলেন নীতেশ। ২১-১৪, ১৮-২১ ও ২৩-২১ সেটে জয়ী নীতেশ কুমার। প্রথম গেমে এগিয়ে ছিলেন বেথেল। কিন্তু দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেন নীতেশ কুমার। এর আগে প্যারিস অলিম্পিক থেকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জেতেন অবনী লেখারা।
টোকিও প্যারালিম্পিকে ছেলেদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জেতেন ভারতীয় প্রমোদ ভগত। একই বিভাগে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার। এবার প্যারিসে দেশকে সোনা এনে দিলেন নীতেশ কুমার। ২০০৯ সালে ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েছেন নীতেশ। দীর্ঘদিন ধরে কোনও কাজ করতে পারেননি। সেই সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নেন। ২০১৩ সালে IIT মান্ডিতে যোগ দেন। এরপরই ব্যাডমিন্টনে আগ্রহ শুরু। ২০১৬ সালে প্রথমবার প্যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করেন তিনি। সেই শুরু।
২০১৭ সালে প্রথমবার আন্তর্জাতিক খেতাব পান নীতেশ কুমার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অনেক আন্তর্জাতিক পদক জেতেন। এবার প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টনে সোনা এনে দিলেন দেশকে।